Changes in Education System

 

Changes in Education System

সভ্যতার আদিলগ্নে শিক্ষার সূচনা ঘটেছিল কৌতূহলী মানুষের জ্ঞানপিপাসাকে চরিতার্থ করার জন্যপ্রকৃতির যে রহস্যময়ী রূপকে একদা মানুষ পরম সম্ভ্রম ও সন্ত্রস্ততার সঙ্গে দেবজ্ঞানে পূজা করত, সেই প্রকৃতিরই বিচিত্র লীলার একের পর এক রহস্যোদ্ঘাটনের পর অনুসন্ধিৎসু মানুষ সমস্ত আহরিত জ্ঞানকে সঞ্চারিত করে করেছে তার পরবর্তী প্রজন্মে।  

আর তার প্রয়োজনে এসেছিল ভাষা- লিপি সহ শিক্ষার যাবতীয় উপাদান

লস্বরূপ কালক্রমে মানব সভ্যতার ধীর অথচ চমকপ্রদ বিবর্তনের হাত ধরে আমরা সেই প্রস্তরযুগ থেকে এসে দাঁড়িয়েছি আধুনিকতার শিখরে, যে যুগের প্রধান হাতিয়ার হল প্রযুক্তি অর্থাৎ Technology, আর এই সর্বাঙ্গীণ আধুনিক পৃথিবীর নব্যতম রূপায়নের ক্ষেত্রে প্রভূত অবদান রয়েছে যে প্রক্রিয়ার সেটি হল Digitalization.

একদা কেবলমাত্র জ্ঞানসাধনায় ব্রতী শিক্ষার্থীরা গুরুকূলে কঠোর পরিশ্রমের দ্বারা যে শিক্ষা লাভ করত,

আজকের দিনে সেই শিক্ষা অর্জনের দ্বার সকল ছাত্রছাত্রীর জন্য অবারিতিন্তু প্রথাগত শিক্ষার প্রবাহমানতাকে প্রায় দু-বছর কাল সাময়ের ঘরে জন্য ক্ষুণ্ণ করেছে কোভিড নামক অতিমারি এবং কোডিডের বাহক করোনা ভাইরাসের অনাকাঙ্খিত বাড়বৃদ্ধি

‘New normal’ শিক্ষাব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে ছাত্র-শিক্ষক উভয়পক্ষই আজ বিপর্যস্ত, কারণ মাঝে রয়েছে শিক্ষাক্ষেত্রে প্রায় দুটি বছরের যথাযত মূল্যায়নের অভাব

এমতাবস্থায় বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে ডিজিটালাইজেশনের আওতায় এনে বর্তমান পৃথিবীর পঠন পদ্ধতি অনুযায়ী তাদের শিক্ষাকে বিশ্বমানের সমকক্ষ করে তুলতে এসে গিয়েছে Ureka Learning App, যা শুধু শিক্ষার ক্ষেত্রে তাদের শূন্যতাকে পূর্ণ করবে না; বিভিন্ন video, animation ও সহজ ভাষায় শিক্ষাদানের মাধ্যমে এই অ্যাপ তাদের জ্ঞানপিপাসাকে বাড়িয়ে তাদের জানার পরিধিকেও বহুদূরে বিস্তৃত করবে

এভাবেই Ureka-র হাত ধরে আমরা গড়ে তুলব বাংলা মাধ্যমের এক ডিজিটাল শিক্ষাজগৎ, আর আমরা গর্বের সঙ্গে বলতে পারব- “বাংলার মান Ureka গড়বে বিশ্ব সমান