শিক্ষা জাতির মেরুদন্ড

শিক্ষা জাতির মেরুদন্ড, সেই শিক্ষাই আজ প্রশ্নচিহ্নের সামনে দাড়িয়ে। করোনা ভাইরাস আমাদের থেকে আমাদের স্বাভাবিক জীবনযাপন, ব্যবসা বাণিজ্যের সাথে সাথে পড়াশোনাটাও কেমন যেন কেড়েই নিয়েছে। ছাত্রছাত্রীরা আজ দিশাহীন। তাদের অধিকাংশই আজ মেতেছে ফ্রি-ফায়ার আর পাবজিতে; সাথে সিনেমা আর সিরিয়াল তো আছেই। তাদেরও বা দোষ দিই কিভাবে! তারাও যে বড্ড অসহায়। স্কুল, কলেজ, টিউশন বন্ধ দীর্ঘদিন। এখন স্কুল অবশ্য খুলে গেছে, কিন্তু স্কুল বন্ধ হওয়ার আগে যে রাহুল ক্লাস ৭-এ পড়ত, সেই রাহুল আজ নিজের অজান্তেই ক্লাস ৯-এ উঠে গেছে। কিভাবে পূরণ করবে রাহুল মাঝের দুই ক্লাসের এই ফাঁক? কিভাবে রাহুলের সাথে সাথে আপনার আমার সন্তানও নিজেকে যেকোন পরিস্থিতিতে সামলে নিয়ে পুনরায় ঘুরে দাঁড়াবে? কিভাবে শিক্ষার গুণমান আবার আগের মত হবে?

এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে Ureka Edu Guide Pvt. Ltd. নিয়ে এসেছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য সুখবর- Ureka Learning App. ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের প্রিয় স্মার্ট-ফোনটি কেড়ে না নিয়ে সেটিকেই শিক্ষার উৎস বানাতে এবং গতানুগতিক শিক্ষাদানের পদ্ধতিকে সম্মান জানিয়ে তাকে আধুনিক ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করতে Ureka Edu Guide Pvt. Ltd. একনিষ্ঠ।

সমস্ত অভিভাবক এবং ছাত্রছাত্রীদের জন্য Ureka Learning App-এর সুবিধাসমূহ নিম্নে আলোচনা করা হল-

                 Ureka Learning App-এর অনন্য বৈশিষ্ট-

·        বিষয় ভিত্তিক ভালো শিক্ষক-শিক্ষিকা ঘরে বসেই পাওয়া সম্ভব।

·        বিষয়গুলোকে গল্প, ছবি, ভিডিও, Animation এবং 3D গ্রাফিক্স দিয়ে এতো সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে যাতে ছাত্রছাত্রীদের পড়াশুনার প্রতি একঘেয়েমিতা না আসে। এখানে বিষয়গুলোকে সিনেমার মতো করে মনোরঞ্জনের মাধ্যমে পাঠদান করা হয়।

·        Ureka Learning App-এ ছাত্রছাত্রীরা যে কোনো বিষয় সঠিক ভাবে বুঝতে পারে এবং তারা একই বিষয় বার বার দেখতে পারে এবং অনুশীলন করতে পারে।

·        এখানে Study Graph এর মাধ্যমে অভিভাবকরা সন্তানদের পড়াশুনার গতিবিধি পর্যালোচনা করতে পারবেন।

·        ছাত্রছাত্রীরা বিষয় গুলো Exercise, Exam, Unit test, Quiz Contest- এর মাধ্যমে Practice করতে পারবে এবং প্রশ্নের সঠিক উত্তর গুলো জানতে পারবে। ভুল উত্তর দিলে সঠিকটা জানিয়ে দেবে Ureka Learning App.

·        ইউরেকা লার্নিং অ্যাপ অত্যন্ত গুণগত হওয়ার পাশাপাশি বেশ সাশ্রয়ী

·        কোনো বিষয় বুঝতে না পারলে, ছাত্রছাত্রীরা Live Class Comment Box এ তা জানাতে পারবে।

·        ছাত্রছাত্রীদের Personality and Knowledge Skill Development করারও  সুযোগ আছে।

·        ছাত্র-ছাত্রীদের Exam সম্পর্কে ভিতি দূর হবে।

 

বাংলার মান Ureka গড়বে বিশ্ব সমান।

Recent Posts