শিক্ষা জাতির মেরুদন্ড

শিক্ষা জাতির মেরুদন্ড, সেই শিক্ষাই আজ প্রশ্নচিহ্নের সামনে দাড়িয়ে। করোনা ভাইরাস আমাদের থেকে আমাদের স্বাভাবিক জীবনযাপন, ব্যবসা বাণিজ্যের সাথে সাথে পড়াশোনাটাও কেমন যেন কেড়েই নিয়েছে। ছাত্রছাত্রীরা আজ দিশাহীন। তাদের অধিকাংশই আজ মেতেছে ফ্রি-ফায়ার আর পাবজিতে; সাথে সিনেমা আর সিরিয়াল তো আছেই। তাদেরও বা দোষ দিই কিভাবে! তারাও যে বড্ড অসহায়। স্কুল, কলেজ, টিউশন বন্ধ দীর্ঘদিন। এখন স্কুল অবশ্য খুলে গেছে, কিন্তু স্কুল বন্ধ হওয়ার আগে যে রাহুল ক্লাস ৭-এ পড়ত, সেই রাহুল আজ নিজের অজান্তেই ক্লাস ৯-এ উঠে গেছে। কিভাবে পূরণ করবে রাহুল মাঝের দুই ক্লাসের এই ফাঁক? কিভাবে রাহুলের সাথে সাথে আপনার আমার সন্তানও নিজেকে যেকোন পরিস্থিতিতে সামলে নিয়ে পুনরায় ঘুরে দাঁড়াবে? কিভাবে শিক্ষার গুণমান আবার আগের মত হবে?

এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে Ureka Edu Guide Pvt. Ltd. নিয়ে এসেছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য সুখবর- Ureka Learning App. ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের প্রিয় স্মার্ট-ফোনটি কেড়ে না নিয়ে সেটিকেই শিক্ষার উৎস বানাতে এবং গতানুগতিক শিক্ষাদানের পদ্ধতিকে সম্মান জানিয়ে তাকে আধুনিক ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করতে Ureka Edu Guide Pvt. Ltd. একনিষ্ঠ।

সমস্ত অভিভাবক এবং ছাত্রছাত্রীদের জন্য Ureka Learning App-এর সুবিধাসমূহ নিম্নে আলোচনা করা হল-

                 Ureka Learning App-এর অনন্য বৈশিষ্ট-

·        বিষয় ভিত্তিক ভালো শিক্ষক-শিক্ষিকা ঘরে বসেই পাওয়া সম্ভব।